মধ্যযুগীয় মুসলিম বিশ্ব ও ইউরোপে লাইব্রেরিঃ স্বল্প দৃষ্টি

মূলঃ সালাহ উদ্দিন জাযাইরি

Arman Firman
2 min readFeb 2, 2021

জটিল ধরণের কিছু অট্টালিকা যা বাগান, হ্রদ ও জলপথ দ্বারা সৌন্দর্যমণ্ডিত…দায়িত্বে থাকা লোকটি জানালো মোট ৩৬০টি কক্ষ আছে…প্রতিটা রুমে সুন্দর করে ক্যাটালগ গুছিয়ে রাখা, কার্পেট দিয়ে রুম পরিপাটি করা হয়েছে

- সিরাজে সুলতান আদুদুদ্দৌলার (d. 983) প্রতিষ্ঠিত লাইব্রেরির ব্যাপারে ভূগোলবিদ আল-মুকাদ্দাসি (d. 991)[1]

.

মধ্যযুগে মুসলিম বিশ্বের লাইব্রেরিগুলোর বর্ণনা পড়লে রীতিমত অবাক হয়ে যেতে হয়। মারাকেশে সুলতান আব্দুল মুমিন বই বিক্রেতাদের সংখ্যায় মুগ্ধ হয়ে মসজিদ বানিয়ে নাম দেন কুতিবিয়া মসজিদ। মসজিদের আশেপাশে ২০০রও বেশি বই বিক্রেতা বসতো। ক্বাদি ফাদিল (d. 1200) কায়রোর বিদ্যালয় সমূহে ১ লাখেরও অধিক বই দিয়ে ভরে রাখেন।[2] আমাদের দেশে ইসলামী লাইব্রেরি খুজে পাওয়া যায় না আর মধ্যযুগীয় মুসলিম বিশ্বে ছাত্রদের পড়ার জন্য বই নেই — এমন মসজিদ পাওয়াই দুষ্কর ছিল।[3]চিকিৎসাবিজ্ঞানের ঐতিহাসিক ইবনু আবি উসাইবি’আর (d. 1269) বলেন, চিকিৎসক ইবনুল মুতরানের নিজস্ব লাইব্রেরিতেই ৩০০০ এর বেশি বই ছিল।[4] এমনকি ৯ম শতকের বাগদাদে থাকা একটা লাইব্রেরির কথা শোনা যায় যার বইগুলো বহন করতে ১২০টি উটের প্রয়োজন পড়তো![5]

এবার আস্তে করে পাশ্চাত্যে তাকাই।

৯ম শতকে জার্মানির রাইশানাওয়ে ৪১৫ খন্ড বই ছিল। ১০ম শতকে লর্শে ছিল ৫৯০ খন্ড। ইতালির ববিওতে ছিল ৬৬৬ খন্ড। ১২শ শতক আসতে আসতে সমগ্র ইউরোপের কেবল কিছু পরিমাণ লাইব্রেরির এই পরিমাণ বই সংগ্রহ করতে পারে। ফ্রান্সের ক্লুনিতে ১২শ শতকে ছিল বেশি হলে ৫০০ বই, ইংল্যান্ডের ডারহামে ৫৪৬ খন্ড — আর এসব লাইব্রেরীতে বেশিরভাগ বইই কেবল খৃষ্টধর্ম রিলেটেড হত, একই বইয়ের অনেকগুলো করে কপি থাকতো।[6] ১৪শ শতকে ফ্রান্সের কিংস লাইব্রেরিতেও কেবল ৪৪৬ খণ্ড বই ছিল।[7] ১৪শ শতকে ইউরোপের সর্বোচ্চ ২০০০ এর কিছু বেশি বই ছিল সোরবনে।[8] এবার ১২শ শতকের ইবনুল মুতরানের দিকে আবার তাকান — নিজের পার্সোনাল লাইব্রেরীতেই ৩০০০ বই।

.

References

[1] Al-Muqaddasi, Ahsan al-Taqasim fi Ma’rifat al-Aqalim (Edited by de Goeje. Leiden: Brill, 1885), 449.

[2] Al-Makrizi, Khitat (Edited by A. al-Mulaiji. Dar al-Urfan, 1959), 2:366.

[3] A. Shalaby, History of Muslim Education(Dar Al Kashaf, 1954), 95.

[4] Roshdi Rashed (edt), Encyclopedia of the History of Arabic Science (Routledge, 1996), 988.

[5] F.B. Artz, The Mind of The Middle Ages (The University of Chicago Press, 1980), 153.

[6] J.S. Beddie. “Libraries in the Twelfth Century” in Anniversary Essays in Medieval History by Students of Charles Homer Haskins (Boughton Mifflin Company, 1929), 2–3.

[7] Artz op. cit. 153.

[8] J.F d’Amico. “Manuscripts” in C. Schmitt and Q. Skinner (edt),The Cambridge History of Renaissance Philosophy (CUP, 1988), 15

--

--

Arman Firman

I focus on History of Science, Philosophy and Theology and its relationship with Islam. I also write on Western Study of Islam and Orientalism.