আইনস্টাইন কি ধর্ম ও বিজ্ঞানের মাঝে সংঘাত দেখতেন?

Arman Firman
1 min readJul 12, 2021

আইনস্টাইন ধর্ম ও বিজ্ঞান এর মাঝে কোন সংঘাত দেখতেন না। তার সময়ের ট্রেন্ডি পজিটিভিজমের দিকেও ঝুকেন নাই তিনি।

১৯৪৮ সালের জুনে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিলঃ ধর্ম ও বিজ্ঞানের মাঝে কি সংঘাত আছে?

তার উত্তর ছিল একটা শক্ত ‘না’

আইনস্টাইন বরং মনে করতেন বিজ্ঞান, ধর্মের উপর নির্ভরশীল। তিনি বলেছেন — আমাদের আগে যারা বিজ্ঞান করেছে, প্রত্যেকে বিশ্বাস করতো যে মহাবিশ্ব একটা পারফেক্ট ডিজাইন আর যৌক্তিক নীতির সাথে তা সমান্তরাল (যা এসেছে ধর্মীয় এটিটিউড থেকে)।

এখন, মহাবিশ্ব যদি যৌক্তিক নীতি দ্বারা চলমান না থাকে, তবে সায়েন্টিফিক ল বলতে কিছু থাকবে না। যদি বিজ্ঞানীদের এই এটিটিউড থাকতো যে কোনো পারফেকশান নাই, সব র‍্যান্ডম, তাইলে কেউই আর নীতি খুজতে যেত না অর্থাৎ বিজ্ঞান বলতে কোন কিছু থাকতো না। এজন্য আইনস্টাইন ভাবতেন যে ধর্মীয় এটিটিউডের কাছে বিজ্ঞান ঋণী।

এমনকি আইনস্টাইনের নিজের কাজের উপরও ধর্মীয় এটিটিউডের প্রভাব আমরা দেখতে পাই।

সূত্র

John Hedley Brooke, ““If I Were God”: Einstein and Religion.” Zygon, vol. 41, no. 3 (2006). 941–54.

--

--

Arman Firman

I focus on History of Science, Philosophy and Theology and its relationship with Islam. I also write on Western Study of Islam and Orientalism.